J&K : শুরু হল অ্যাকশন, চলছে গুলির পর গুলির

উপত্যকা (J&K) ফের অশান্ত। শুরু হয়ে গুলির লড়াই। বুধবার সন্ধ্যায় জানা গিয়েছে, পুলিশ এবং নিরাপত্তা কর্মী এনকাউন্টার শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, "শোপিয়ানের (Shopian) চাকুরা এলাকায় এনকাউন্টার (Encounter) শুরু হয়েছে।

author-image
Pritam Santra
New Update
J&K

নিজস্ব সংবাদদাতাঃ উপত্যকা (J&K) ফের অশান্ত। শুরু হয়ে গুলির লড়াই। বুধবার সন্ধ্যায় জানা গিয়েছে, পুলিশ এবং নিরাপত্তা কর্মী এনকাউন্টার শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, "শোপিয়ানের (Shopian) চাকুরা এলাকায় এনকাউন্টার (Encounter) শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।"