/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আজ সকালে উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে মুখোমুখি গুলির লড়াই চলাকালীন শাকিল নামে এক অভিযুক্তের পায়ে গুলি লাগে। অপর এক অভিযুক্ত, ইসলাম, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের খোঁজে অভিযান চালানো হয়। অভিযানে অংশগ্রহণকারী টিম এক নির্দিষ্ট এলাকায় পৌঁছানোর পর দুষ্কৃতীরা পুলিশের উপর গুলি ছোঁড়ে। পাল্টা জবাব দেয় পুলিশও। সংঘর্ষে শাকিল নামক এক ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
অন্যদিকে ইসলামকে ঘটনাস্থল থেকে পাকড়াও করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ আধিকারিকেরা।
/anm-bengali/media/post_attachments/204aac73-a13.png)
জেলা পুলিশ সুপার জানিয়েছেন, “দুষ্কৃতীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত। এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।
#WATCH | Bulandshahr, Uttar Pradesh: An encounter between the police and the miscreants took place. During this, one person, Shakeel, was shot in his leg, while the other person, Islam, was arrested. (25.07)
— ANI (@ANI) July 26, 2025
(Source: Police Media Cell) pic.twitter.com/4f8OO4D92l
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us