/anm-bengali/media/media_files/DCGrSIZszod7wTlCSFFg.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ পুলিশ জানিয়েছে, শুক্রবার সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। জানা গিয়েছে, নকশালদের কোর এরিয়ায় ঢুকে পড়েছে জওয়ানরা। থেমে থেমে ২ থেকে ৩ বার গুলি চলে। বর্তমানে ঘটনাস্থলে তল্লাশি চলছে। সুকমার এসপি কিরণ চবন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Sukma | An encounter broke out between Naxalites and security forces. DRG and Cobra jawans had gone for an operation in the Raigudam area. Search operation continues: SP Kiran Chavan
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 3, 2024
সূত্রে খবর, রায়গুদাম এলাকায় বহু নকশাল জঙ্গি রয়েছে বলে খবর পান জওয়ানরা। এই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় ডিআরজি ও কোবরা ব্যাটালিয়নের জওয়ানরা। সেনারা আসতেই নকশালরা গুলি চালায়।
এরপরই নকশালদের বুলেটের জবাব দেন জওয়ানরা। দু'দিক থেকে গোলাবর্ষণে জওয়ানদের বেপরোয়া হয়ে উঠতে দেখে নকশালরা জঙ্গলের আড়াল নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করে এবং প্রায় ২ থেকে ৩ বার থেমে থেমে গুলি চলে। বর্তমানে ঘটনাস্থলে সেনা মোতায়েন রয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us