New Update
/anm-bengali/media/media_files/4vJrpNDnxVueUVHjzMau.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভোটের মাঝে স্পেশাল টাস্ক কোর্স এবং নকশালদের মধ্যে ছত্রিশগড়ের ওরছা পুলিশ স্টেশনের কাছে জঙ্গলে শুরু হল গুলির লড়াই। জানা গেছে যে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা সুরক্ষিত রয়েছেন কিন্তু পালিয়ে গিয়েছে নকশালরা। গোটা এলাকার তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে যে ভোটকেন্দ্রগুলি ঘেরাও করেছে নকশালরা। সেই তথ্য ভুয়ো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us