বড় খবর: ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হল, নকশালদের সঙ্গে সংঘর্ষ BSF-এর

উত্তপ্ত ছত্তিশগর, নকশালদের সঙ্গে সংঘর্ষ BSF-এর। রুদ্ধশ্বাস পরিস্থিতি।

author-image
SWETA MITRA
New Update
sssssw.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার অশান্ত হয়ে উঠল ছত্তিশগড় (Chhattisgarh)। গতকালই ভোটমুখী রাজ্য ছত্তিশগড়ে খুন হয়েছেন এক বিজেপি নেতা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে অশান্ত হয়ে উঠল রাজ্য। জানা গিয়েছে্‌কাঁকেরজেলারআন্টাগড়এলাকায়ডিআরজিবিএসএফ (BSF) বাহিনী এবংনকশালবাদীদেরমধ্যেসংঘর্ষশুরুহয়।পুলিশনকশালশিবিরভেঙেদিয়েছে।এলাকায়তল্লাশিচলছে।