মহাষ্টমীতে ৪০ হাজার যুবকের মুখে হাসি!

দুর্গাপুজোর মহাষ্টমীতে বড় উদ্যোগ মোদী সরকারের। ঘুচবে বেকারত্ব! প্রচুর কর্মসমস্থানের সুযোগ।

author-image
Pallabi Sanyal
New Update
aa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মহাষ্টমীতে ৪০ হাজার যুবকের মুখে ফুটতে চলেছে হাসি। আর হাসি ফোটানোর উদ্যোগ মোদী সরকারের। গোরখপুরে  প্রধানমন্ত্রী স্বানিধি যোজনার অধীনে আয়োজিত কর্মসংস্থান মেলায় অংশ নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে বলেন,"আজ শারদীয়ার নবরাত্রির মহাঅষ্টমী এবং আজ মিশন রোজগারের অধীনে ৪০ হাজার যুবক কর্মসংস্থান পাবে এবং ৬০০ কোটি টাকারও বেশি দেওয়া হবে তাদেরকে। ঋণও পাবে। এজন্য সবাইকে অভিনন্দন জানাই।''

hiring 2.jpeg