১১ বছরে ইলেকট্রনিক্স উৎপাদনে ভারতের অবস্থা কি? জানালেন মন্ত্রী

ইলেকট্রনিক্স রপ্তানি প্রায় ৮ গুণ বেড়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: গত ১১ বছরে ইলেকট্রনিক্স উৎপাদন কতটা বেড়েছে? সেই প্রশ্নের এবার উত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায়, গত ১১ বছরে দেশে ইলেকট্রনিক্স উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রনিক্স উৎপাদন প্রায় ৬ গুণ বেড়েছে। গত ১১ বছরে ইলেকট্রনিক্স রপ্তানি প্রায় ৮ গুণ বেড়েছে। মোবাইল, ল্যাপটপ, সার্ভার, হার্ডওয়্যারের বিভিন্ন উপাদান, রাউটার - এই সকলের উৎপাদন ভারতেই শুরু হয়েছে। একের পর এক সমস্ত উপাদান ভারতেই তৈরি হতে শুরু করেছে। মোবাইল ফোনে ব্যবহৃত টেম্পারড গ্লাস কভার, এর জন্য একটি প্ল্যান্ট উদ্বোধন করা হচ্ছে। এখনও পর্যন্ত টেম্পারড গ্লাস আমদানি করা হয়েছে। তবে এই প্ল্যান্টে উৎপাদনের মাধ্যমে, ভারতে প্রায় ২.৫ কোটি টেম্পারড গ্লাস তৈরি করা হবে। ভারতে ধাপে ধাপে মূল্য সংযোজন বৃদ্ধি পাচ্ছে। ধাপে ধাপে ভারতে একটি ইলেকট্রনিক্স ইকোসিস্টেম তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত, ইলেকট্রনিক্স উৎপাদন দেশে প্রায় ২৫ লক্ষ লোককে কর্মসংস্থান  দিয়েছে"।