নির্বাচন কমিশন পালিয়ে যাচ্ছে কেন? প্রশ্ন তুলছেন বিরোধীরা

'এগিয়ে এসে স্বীকার করুন যে আপনি আর তা করবেন না'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
election commission  a

File Picture

নিজস্ব সংবাদদাতা: SIR নিয়ে এবং ভুয়ো ভোটার নিয়ে ফের একবার প্রতিবাদ দেখালেন শিবসেনা (ইউবিটি) বিধায়ক আদিত্য ঠাকরে। এদিন তিনি বলেন, "বারাণসীতে, একজন ব্যক্তি আছেন যার ১৬ বছরে ৩৪টি সন্তান হয়েছে; আপনি হিসাব করে দেখুন। পালঘরে, একজন মহিলা আছেন যার ৫টি ভোটার কার্ড আছে, মিনতি দেবী, যার বয়স ১২৪ বছর। আমরা এই ভোট চুরির কথা বলছিলাম, এবং এখন, ধরা পড়ার পর, নির্বাচন কমিশন পালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন ভীত। আমরা কেবল বলব, ভয় পাবেন না, এগিয়ে এসে স্বীকার করুন যে আপনি এখনও পর্যন্ত কারসাজি করছিলেন, আর আপনি আর তা করবেন না"।

Aaditya THakll1.jpg