ভোট নির্ঘন্টের হদিশ নেই, ECI-এর লক্ষ্য এখন ‘সাইক্লোথন’

ভোটের জন্যে হয়ে গেল ‘প্যাডেল ফর ভোট’।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsAppImage2022-11-09at2.13.56.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের নির্ঘন্ট এখনও প্রকাশ করা হয়নি। অথচ ২০২৪ এর ভোটকে হাইভোল্টেজ মনে করছে প্রত্যেক রাজনৈতিক দলই। এমনকি নির্বাচন কমিশনও এই ভোটের ওপর জোর দিচ্ছে। তাই ভোটের জন্যে হয়ে গেল ‘প্যাডেল ফর ভোট’।

ভারতের নির্বাচন কমিশন আয়োজিত 'সাইক্লোথন - ভোটের জন্য প্যাডেল' একটি সচেতনতামূলক প্রচারণায়, তামিলনাড়ুর নির্বাচন কমিশনার সত্যব্রত সাহু করলেন এই প্রচারাভিযান।

এদিন এই নিয়ে নির্বাচন কমিশনার সত্যব্রত সাহু বলেন, “আমরা সচেতনতা তৈরি করতে যাচ্ছি। বিশেষ করে তরুণদের মধ্যে যারা প্রথমবারের ভোটার, তাঁদের জন্যে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, এই ভোটের কর্মযজ্ঞে অংশ নেওয়ার জন্যে”।

Add 1

স্ব

স