BREAKING : নির্বাচন তালিকায় স্বচ্ছতা আনার জন্য বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ! দেখুন বড় খবর

কি পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ?

author-image
Debjit Biswas
New Update
election commission12.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভুয়ো ভোটার নিয়ে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। আর এবার নির্বাচন তালিকায় স্বচ্ছতা আনার জন্য তিনটি বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এই তিনটি বড় পদক্ষেপ হল: 

১. মৃত্যু নিবন্ধনের তথ্য ইলেকট্রনিক প্রক্রিয়ায় সংগ্রহ করে ভোটার তালিকা আপডেট করা ।

২. বুথ লেভেল অফিসারদের (BLO) জন্য নির্দিষ্ট পরিচয়পত্র চালু করা।

৩. ভোটার তথ্যযুক্ত স্লিপকে আরও সহজ ও ভোটার-বান্ধব করে তোলা।

ELCTION

এই পদক্ষেপগুলির মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল ও কার্যকরভাবে রক্ষণাবেক্ষণ করা যাবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।