BREAKING: শুধু নিজের কথাই ভাবে ! পালানিস্বামীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন হেভিওয়েট ডিএমকে (DMK) নেতা

কি বললেন টি.কে.এস. এলাঙ্গোভন ?

author-image
Debjit Biswas
New Update
cvbn

নিজস্ব সংবাদদাতা : এবার এআইএডিএমকে (AIADMK)-এর সাধারণ সম্পাদক এডাপ্পাদি পালানিস্বামীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ডিএমকে (DMK) মুখপাত্র টি.কে.এস. এলাঙ্গোভন। তিনি বলেন,''আমরা যখন কোনও উদ্যোগ নিই, এডাপ্পাদি তা নকল করার চেষ্টা করে। কিন্তু যখন বিজেপি তামিলনাড়ুর মানুষ, সংস্কৃতি আর ভাষার ওপর আক্রমণ করে, তখন তারা চুপ করে বসে থাকে।” এরপর তিনি বলেন,''পালানিস্বামীর মূল অগ্রাধিকার কখনই জনগণের সেবা করা নয়, বরং নিজের ছেলে এবং আত্মীয়দের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলাগুলি থেকে নিজেদেরকে রক্ষা করা।''

elangovanh.jpg