নিজস্ব সংবাদদাতা : এবার মহারাষ্ট্র ও বিহার নির্বাচনের বিষয়ে রাহুল গান্ধীর করা টুইট নিয়ে পাল্টা কটাক্ষ করলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন,''এর আগে যখন লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে যখন মহা বিকাশ আঘাড়ি পার্টি জয়লাভ করেছিল, তখন কিন্তু তারা কিছু বলেনি। তখন ইভিএম এবং নির্বাচন কমিশন ঠিক ছিল। এখন তারা একটা মিথ্যা প্রচার চালাতে চাইছে। কিন্তু মহারাষ্ট্রের মানুষ খুব বুদ্ধিমান। তারা জানে কোন সরকার তাদের জন্য কাজ করছে।''
/anm-bengali/media/media_files/BzJCYws1Ci2vZklBiqJL.jpg)