নিজস্ব সংবাদদাতা : এবার বর্ষণমুখর মহারাষ্ট্রের নিরাপত্তার বিষয়ে এক বড় মন্তব্য করলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন,''বন্যা নিয়ন্ত্রণ বিভাগ নিয়ে আজ একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে এই বিভাগের আধিকারিক, জেলা কালেক্টর (District Collector), পৌরনিগম (Municipal Corporation), পুলিশ প্রশাসন, সেচ দপ্তর (Irrigation Department), এমএসএবি (MSAB), এনডিআরএফ (NDRF), এবং টিডিআরএফ (TDRF)-এর আধিকারিকেরা উপস্থিত ছিলেন।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/01/wCP7LTlcp7lFZyrgBdKt.webp)
এরপর তিনি বলেন,''এদের সকলের সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি যে ভারী বৃষ্টির মোকাবিলায় আমাদের সব সংস্থা প্রস্তুত।''
ভারী বৃষ্টির মোকাবিলায় সব সংস্থা প্রস্তুত ! একনাথ শিন্ডে
কি বললেন একনাথ শিন্ডে ?
নিজস্ব সংবাদদাতা : এবার বর্ষণমুখর মহারাষ্ট্রের নিরাপত্তার বিষয়ে এক বড় মন্তব্য করলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন,''বন্যা নিয়ন্ত্রণ বিভাগ নিয়ে আজ একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে এই বিভাগের আধিকারিক, জেলা কালেক্টর (District Collector), পৌরনিগম (Municipal Corporation), পুলিশ প্রশাসন, সেচ দপ্তর (Irrigation Department), এমএসএবি (MSAB), এনডিআরএফ (NDRF), এবং টিডিআরএফ (TDRF)-এর আধিকারিকেরা উপস্থিত ছিলেন।"
এরপর তিনি বলেন,''এদের সকলের সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি যে ভারী বৃষ্টির মোকাবিলায় আমাদের সব সংস্থা প্রস্তুত।''