নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন,''যুদ্ধবিরতির প্রস্তাব প্রথমে পাকিস্তানের ডিজিএমও-ই ভারতের ডিজিএমও-কে ফোন করে দিয়েছিল। কিন্তু পরে পাকিস্তান প্রতারণা করেছে। ''
/anm-bengali/media/media_files/csjDT5mNDrSPoONG4GEO.jpg)
এরপর তিনি বলেন,''প্রধানমন্ত্রী মোদি শান্তির বার্তা দিতে এই যুদ্ধবিরতিতে সম্মত হন,কিন্তু তিনি জানতেন পাকিস্তান আবার বিশ্বাসঘাতকতা করবে, তাই তিনি নিজে যুদ্ধবিরতির কথা প্রকাশ্যে বলেননি।”
BREAKING : যুদ্ধবিরতির কথা বলেও বলেননি মোদি ! বড় দাবি করলেন একনাথ শিন্ডে
কি বললেন একনাথ শিন্ডে ?
নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন,''যুদ্ধবিরতির প্রস্তাব প্রথমে পাকিস্তানের ডিজিএমও-ই ভারতের ডিজিএমও-কে ফোন করে দিয়েছিল। কিন্তু পরে পাকিস্তান প্রতারণা করেছে। ''
এরপর তিনি বলেন,''প্রধানমন্ত্রী মোদি শান্তির বার্তা দিতে এই যুদ্ধবিরতিতে সম্মত হন,কিন্তু তিনি জানতেন পাকিস্তান আবার বিশ্বাসঘাতকতা করবে, তাই তিনি নিজে যুদ্ধবিরতির কথা প্রকাশ্যে বলেননি।”