শ্রমিক বোঝাই গাড়িতে বিস্ফোরণ, আহত ৮, রক্তারক্তি কাণ্ড

অনন্তনাগের (Anantnag) লারকিপোরায় একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জঙ্গি হামলা নাকি অন্য কোনও ঘটনা ? সেই নিয়ে উঠছিল প্রশ্ন।

author-image
SWETA MITRA
New Update
blast anant.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। জাআ গিয়েছে, এদিন জম্মুকাশ্মীরেরঅনন্তনাগের (Anantnag) লারকিপোরায়একটিলোডক্যারিয়ারেবিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের জেরেআটজনশ্রমিকআহতহয়েছেন।পুলিশজানিয়েছে, আহতদেরঅবস্থাস্থিতিশীল।ঘটনায়কোনোসন্ত্রাসীদৃষ্টিভঙ্গিনেই।আহতদের অনন্তনাগেরগভর্নমেন্টমেডিকেলকলেজঅ্যান্ডঅ্যাসোসিয়েশনহাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।