New Update
/anm-bengali/media/media_files/2025/06/07/PGVzte7AfhU3Pu4uVe5e.png)
নিজস্ব সংবাদদাতা: ঈদ-উল-আযহা উপলক্ষে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ইসলামিক ম্যাট্রিকুলেশন স্কুলে ধর্মপ্রাণ মুসলিমরা নামাজ পড়েছেন। পবিত্র এই দিনটি কোরবানি ও আত্মত্যাগের প্রতীক হিসেবে সারা বিশ্বে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদযাপিত হয়।
স্কুল প্রাঙ্গণে বড় সংখ্যায় মুসলিমরা একত্রিত হয়ে ঈদের নামাজ পড়েছেন এবং একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার পালনের মাধ্যমে এই উৎসব পালন করা হয়।
স্থানীয়রা জানান, প্রতিবছর ঈদের দিন এই স্কুলে নামাজের আয়োজন করা হয় এবং সবাই মিলেমিশে আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করেন।
/anm-bengali/media/post_attachments/0010dce5-54b.png)
#WATCH | Tamil Nadu: People offer namaz in Coimbatore's Islamic Matriculation School on the occasion of Eid Al Adha. pic.twitter.com/t07CZjAeqa
— ANI (@ANI) June 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us