/anm-bengali/media/media_files/2025/08/27/screenshot-2025-08-27pm-2025-08-27-22-59-05.png)
নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসকে একহাত নিলেন কেরলের শিক্ষামন্ত্রী ভি. শিবনকুট্টি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কংগ্রেস নেতা রাহুল মামকুট্টিলের ইস্তফার দাবি তোলেন। একইসঙ্গে কংগ্রেসের নারী সম্পর্কিত অবস্থানকেও কড়া সমালোচনা করেন।
মন্ত্রী বলেন, “রাহুল মামকুট্টিলকে পদ থেকে ইস্তফা দিতে হবে। কিন্তু কংগ্রেস তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়নি। এটা বিরলতম উদাহরণ, যা কংগ্রেসের নারীদের প্রতি মনোভাব স্পষ্ট করে দেয়।”
শিবনকুট্টি আরও অভিযোগ করেন যে, কংগ্রেস সচেতনভাবে সিপিআই(এম)-এর বিরুদ্ধে ভুয়ো মামলা তৈরি করার চেষ্টা করছে। তাঁর বক্তব্য, “ক্যান্টনমেন্ট হাউস ও ইন্দিরা ভবনে আমাদের দলের বিরুদ্ধে ভুয়ো মামলা সাজানো হচ্ছে। আমাদের কাছে এর প্রমাণ রয়েছে। ভি.ডি. সাথিশান এসে সিপিআই(এম)-কে উপদেশ দিতে পারবেন না।”
মন্ত্রী দাবি করেন, কংগ্রেস যে সমস্ত অভিযোগ সিপিআই(এম)-এর বিরুদ্ধে তুলেছে, তার কোনওটাই প্রমাণিত হয়নি। পাশাপাশি তিনি বিজেপিকেও আক্রমণ করেন। শিবনকুট্টির কথায়, “বিজেপি আমাদের চ্যালেঞ্জ করার অবস্থায় নেই। রাজীব চন্দ্রশেখর কেরলের রাজনীতি বোঝেন না। তিনি একজন ব্যবসায়ী এবং এখানে কেবল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।”
রাজনৈতিক মহলে শিবনকুট্টির এই মন্তব্যকে কেরলের চলতি রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কংগ্রেস ও সিপিআই(এম)-এর দ্বন্দ্বের পাশাপাশি বিজেপির ভূমিকাকেও সরাসরি খাটো করে দেখানোর চেষ্টা করছেন মন্ত্রী।
Thiruvanathapuram | Kerala Education Minister V Sivankutty says, "Rahul Mamkootathil should resign from his post. Congress has not decided to remove him from the party. This is one of the rarest cases. This is the attitude of the Congress Party towards women. In fact, there are… pic.twitter.com/yE3fMIYr2D
— ANI (@ANI) August 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us