অকালে চিরবিদায় শিক্ষামন্ত্রীর- আনা হল তার মৃতদেহ- শোকের ছায়া রাজ্যে

চিরবিদায় শিক্ষামন্ত্রীর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-16 9.41.35 AM

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত ঝাড়খণ্ডের রাজ্য মন্ত্রী রামদাস সোরেনের মরদেহ আজ রাঁচিতে নিয়ে আসা হয়েছে। পৌঁছনোর পর দলীয় কর্মী-সমর্থক এবং শুভানুধ্যায়ীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

রাজনৈতিক মহল ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাঁচিতে মরদেহ নিয়ে আসার পর পূর্ণ মর্যাদায় শেষকৃত্যের ব্যবস্থা করা হবে। এদিন শোকাহত কর্মী-সমর্থকরা মন্ত্রীর কর্মজীবন ও অবদান স্মরণ করেন।