মুখ্যমন্ত্রীর দুয়ারে ED, এবার নজরে আরও এক দুর্নীতি মামলা

দুপুর ১২টায় এসে জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলা নিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা।

author-image
SWETA MITRA
New Update
ed durniti.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শেষ রক্ষা হল না। আজ রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ইডি (ED)। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) জিজ্ঞাসাবাদ করবে ইডি, মুখ্যমন্ত্রী আজ নিজের সরকারি বাসভবনে বয়ান রেকর্ড করবেন।  ঝাড়খণ্ডেরমুখ্যমন্ত্রীহেমন্তসোরেনকেশনিবাররাঁচিতেতাঁরবাসভবনেজিজ্ঞাসাবাদকরবেনএনফোর্সমেন্টডিরেক্টরেট (ইডি) আধিকারিকরা।দুপুর১২টায়এসেজমিকেলেঙ্কারিসংক্রান্তমামলানিয়েমুখ্যমন্ত্রীকেজিজ্ঞাসাবাদকরবেনইডিআধিকারিকরা।বিষয়েসতর্করয়েছেরাজ্যপুলিশ।মুখ্যমন্ত্রীরবাসভবনেরবাইরেনিরাপত্তাবাড়ানোহয়েছে।ভিড়ঠেকাতেব্যারিকেড করেদেওয়াহয়েছে।জিজ্ঞাসাবাদেরজন্যআসাঅফিসারদেরযাতেকোনওসমস্যানাহয়, তানিশ্চিতকরতেপুলিশস্কোয়াডেরব্যবস্থাকরাহয়েছে।ইডিঅফিসেরবাইরেওসিআরপিএফজওয়ানমোতায়েনকরাহয়েছে।