ইডির বড় অ্যাকশনে কেঁপে গেল রাজ্য, এবার ৪৮ লক্ষ টাকা

এবার ৪৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ইডি (ED)।

author-image
SWETA MITRA
New Update
ED RAJA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ একদিকে যখন আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সেজে উঠেছে রাজস্থান ঠিক তখনই একপ্রকার বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনল ইডি (ED)। এই তথ্য দেখে সকলের চোখ একপ্রকার কপালে উঠে যেতে পারে। ইডি গতকাল ৩ নভেম্বর পিএমএলএ, ২০০২-এর আওতায় রাজস্থানের জয়পুর ও দৌসায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ ২৬ টি জায়গায় জল জীবন মিশন কেলেঙ্কারিতে বেসরকারী ব্যক্তিদের পাশাপাশি এসিএস (পিএইচইডি) সুবোধ আগরওয়াল সহ সিনিয়র পিএইচইডি কর্মকর্তাদের অফিসিয়াল এবং আবাসিক প্রাঙ্গণে তল্লাশি অভিযান চালায়। ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় ৪৮ লক্ষ টাকা এবং ব্যাঙ্ক ব্যালেন্স ১.৭৩ কোটি টাকা, সম্পত্তির নথি, ডিজিটাল ডিভাইস সহ বিভিন্ন অপরাধমূলক নথি সহ মোট ২.২১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত মোট ১১.০৩ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে ৬.৫০ কোটি টাকার সোনা/রূপা রয়েছে।