/anm-bengali/media/media_files/LNPI0ARYjB9cM0TX24ZD.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বৃহস্পতিবার অর্থাৎ আজ ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সভাপতি ফারুক আবদুল্লাহকে অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। সূত্রে খবর, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে (জেকেসিএ) অনিয়মের অভিযোগে ফেডারেল এজেন্সির তদন্তে ৮৬ বছর বয়সী এই রাজনীতিবিদকে তলব করা হয়েছে বলে জানা গেছে। ২০২২ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শ্রীনগর লোকসভা আসনের সাংসদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
National Conference leader and former Jammu and Kashmir CM Farooq Abdullah was summoned by the Enforcement Directorate in an alleged money laundering case. He has been asked to appear in the Srinagar office of ED today.
— ANI (@ANI) January 11, 2024
(file pic) pic.twitter.com/26Qh5r8mjN
ইডি-র তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের তহবিল জেকেসিএ-র পদাধিকারীদের সহ অসম্পর্কিত দলগুলোর বিভিন্ন ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরের মাধ্যমে এবং জেকেসিএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত নগদ উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us