বান্ডিল বান্ডিল নোট, আর যা পেল ED, শিউরে উঠবেন আপনিও

থরে থরে সাজানো ছিল টাকা। সাজানো ছিল বহু সোনার গয়না, হিরে। সবকিছুই বাজেয়াপ্ত করলেন ইডির আধিকারিকরা। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রে।

author-image
SWETA MITRA
New Update
ed jal.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার কয়েক কোটি টাকা নগদ ও সোনা গয়না উদ্ধার করল ইডি (ED)। জানা গিয়েছে, রাজমাল লক্ষীচাঁদ জুয়েলার্স প্রাইভেট লিমিটেড, মেসার্স আর এল গোল্ড প্রাইভেট লিমিটেড এবং মেসার্স আরএল গোল্ড প্রাইভেট লিমিটেড কর্তৃক সংঘটিত ঋণ জালিয়াতির তদন্তে ইডি জলগাঁও, নাসিক এবং থানের ১৩ টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। এদিকে তল্লাশি অভিযান চলাকালীন চোখ রীতিমতো কপালে উঠে যায় ইডির তদন্তকারী আধিকারিকদের। আজ শনিবার ইডির তরফে জানানো হয়েছে, তল্লাশি অভিযানের সময় বিভিন্ন অপরাধমূলক নথি, ২৪. কোটি টাকা মূল্যের ৩৯.৩৩ কেজি সোনা হিরের গহনা এবং নগদ .১১ কোটি টাকা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।