BREAKING : হায়দ্রাবাদে ইডি (ED) অভিযান ! উদ্ধার ২৩ লক্ষ্ টাকা

এবার হায়দ্রাবাদে ইডি (ED) অভিযান !

author-image
Debjit Biswas
New Update
Ed

নিজস্ব সংবাদদাতা : আজ হায়দ্রাবাদ জোনাল অফিসের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) হায়দ্রাবাদের পাঁচটি স্থানে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে তল্লাশি অভিযান চালিয়েছে। ইডি জানিয়েছে, খাদেরুনিসা, মোহম্মদ মুনাওয়ার খান, মোহম্মদ লতিফ শারফান, মোহম্মদ আখতার শারফান ও মোহম্মদ সুকুরের বাড়ি ও ফার্মহাউসে এই তল্লাশি চালানো হয়।

Ed

এই অভিযানে সরকারি জমি জালিয়াতির নথিপত্র, ২৩ লক্ষ ভারতীয় টাকা, ১২,০০০ ইউএই দিরহাম এবং মোহম্মদ মুনাওয়ার খানের ফার্মহাউস থেকে ৪৫টি পুরনো ও ভিনটেজ গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।