New Update
/anm-bengali/media/media_files/Dq31JzzjKMrPL4QchY71.webp)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ জানা গিয়েছে, দিল্লির আবগারি নীতি সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নতুন করে ষষ্ঠ তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রে খবর, ১৯ ফেব্রুয়ারি ইডির সামনে হাজিরা দিতে বলা হয়েছে কেজরিওয়ালকে।
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
প্রসঙ্গত, আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক গত পাঁচ মাসে ফেডারেল এজেন্সির জারি করা আগের পাঁচটি সমন এড়িয়ে গিয়েছিলেন। এর আগে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি, ১৮ জানুয়ারি, ৩ জানুয়ারি ও ২১ ডিসেম্বর এবং ২ নভেম্বর ডাকা হয়েছিল ৫৫ বছর বয়সী এই রাজনীতিবিদকে। তিনি এই তারিখগুলোতে উপস্থিত না হওয়া বেছে নিয়েছিলেন এবং সর্বদা নোটিশগুলোকে "অবৈধ" বলে অভিহিত করেছিলেন।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us