/anm-bengali/media/media_files/tCbJD2uUl5TRaIq3l7ng.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ ভুয়ো আয়ুষ্মান ভারত এবি-পিএমজেএওয়াই আইডি কার্ড তৈরি এবং বঙ্কি বিহারী হাসপাতাল, ফোর্টিস হাসপাতাল সহ বহু হাসপাতালের বিরুদ্ধে এই প্রকল্প লঙ্ঘনের মামলায় ইডি দিল্লি, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ (জেলা- কাংড়া, উনা, সিমলা, মান্ডি, কুল্লু) এর ১৯টি স্থানে তল্লাশি চালাচ্ছে। এই ধরনের ভুয়ো কার্ডে বহু মেডিকেল বিল তৈরি হয়েছে, যার ফলে সরকারি কোষাগার ও সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। হিমাচল প্রদেশের নাগরোটার কংগ্রেস বিধায়ক, হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান তথা হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান আর এস বালী এবং কাংড়ার শ্রী বালাজি হাসপাতালের ডক্টর রাজেশ শর্মার নামও এই জালিয়াতির সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে।
ED is conducting searches at 19 locations in Delhi, Chandigarh, Punjab, HP (Districts- Kangra, Una, Shimla, Mandi, Kullu) in a case related to the generation of Fake Ayushman Bharat AB-PMJAY ID cards and violation of the scheme against many hospitals including Bankey Bihari…
— ANI (@ANI) July 31, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us