১৫ জায়গায় তল্লাশি শুরু ED-র

আজ বুধবার বিএমসির প্রাক্তন অতিরিক্ত কমিশনার সঞ্জীব জয়সওয়াল এবং আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী সুরজ চৌহানের বাড়িতেও ইডির তরফে তল্লাশি অভিযান চালানো হয়।

author-image
SWETA MITRA
New Update
Breaking News



নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার ১৫ জায়গায় তল্লাশি অভিযান শুরু করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর (ED) আধিকারিকরা। জানা গিয়েছে, মহারাষ্ট্রের বিএমসি কোভিড কেলেঙ্কারির (Covid Scam) অভিযোগে মুম্বইয়ের কয়েকজন বিএমসি অফিসার এবং আইএএস অফিসারদের ১৫টিরও বেশি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। ইডি সূত্রে খবর, এদিন সকাল সোয়া ৮টা নাগাদ সঞ্জয় রাউতের ঘনিষ্ঠ সহযোগী সুজিত পাটকরের ১০টি জায়গায় তল্লাশি চালায় ইডি। এছাড়া বিএমসির প্রাক্তন অতিরিক্ত কমিশনার সঞ্জীব জয়সওয়াল এবং আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী সুরজ চৌহানের বাড়িতেও তল্লাশি চালানো হয়।

 সকাল সোয়া ৮টা নাগাদ ঠাকরের সাংসদ সঞ্জয় রাউতের ঘনিষ্ঠ সহযোগী সুজিত পাটকারের ১০টি জায়গায় তল্লাশি চালায় ইডি। বিজেপি নেতা কিরিট সোমাইয়া করোনাকালে লাইফলাইন হসপিটাল ম্যানেজমেন্ট কোম্পানির হয়ে ১০০ কোটি টাকারও বেশি কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন। আজ ইডি একই বিষয়ে অভিযান চালিয়েছে। এগুলি ছাড়াও কোভিড চলাকালীন বিএমসির অতিরিক্ত কমিশনার থাকা আইএএস সঞ্জীব জয়সওয়ালের বাড়িতেও অভিযান চালানো হয়েছে। আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী সুরজ চৌহানের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি।

সুরজ চৌহান উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠীর নেতা এবং আদিত্য ঠাকরের খুব ঘনিষ্ঠ।