ED-র চার্জশিটে নাম উঠল দলীয় নেত্রীর, অস্বস্তিতে দল

প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে অস্বস্তি বাড়ল গান্ধী পরিবার তথা কংগ্রেস দলে।

author-image
SWETA MITRA
New Update
rahul gandhi priyanka gandhi

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার অস্বস্তি বাড়ল গান্ধী পরিবার তথা কংগ্রেস দলে। এবার ইডি-র চার্জশিটে নাম উঠল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার (Priyanka Gandhi Vadra)। জানা গিয়েছে, দুর্নীতি ইস্যুতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাদের চার্জশিটে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নাম উল্লেখ করেছে। ইডির তরফে জানানো হয়েছে যে, বিগত ২০০৬ সালে দিল্লির রিয়েল এস্টেট এজেন্ট এইচ এল পাহওয়া থেকে হরিয়ানার ফরিদাবাদে ৪০ কানাল (পাঁচ একর) কৃষি জমি কেনা এবং ২০১০ সালের ফেব্রুয়ারিতে একই জমি তার কাছে বিক্রি করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল। এনআরআই ব্যবসায়ী সিসি থাম্পির সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় প্রথমবারের মতো কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নাম উল্লেখ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি এই মামলা সম্পর্কিত পূর্ববর্তী চার্জশিটে তার স্বামী রবার্ট বঢরার নাম উল্লেখ করেছিল।