বিকেল ৪ টে, উচ্চশিক্ষা মন্ত্রীকে হাজিরার নির্দেশ ইডি-র

তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী কে পোনমুডিকে ফের তলব করল ইডি।

author-image
Aniruddha Chakraborty
New Update
মন ব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী ও ডিএমকে নেতা কে পোনমুডি এবং তাঁর সাংসদ পুত্র গৌতম সিগামানির বাড়িতে তল্লাশি চালিয়েছে। অবৈধ বালি উত্তোলনের সঙ্গে সম্পর্কিত একটি মানি লন্ডারিং মামলায় এই অভিযান চালানো হচ্ছে। এজেন্সি জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রীকে সোমবার  রাতে তার কার্যালয়ে নিয়ে যায়। আট ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রী কে পোনমুডি মঙ্গলবার ভোরের দিকে চেন্নাইয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিস থেকে বেরিয়ে আসেন। ইডি কে পোনমুডিকে আজ বিকেল ৪ টায় এজেন্সি অফিসে হাজির হতে বলেছে।

এই বিষয়ে ডিএমকে নেতা এ সারাভানান বলেন, "সম্ভবত বিজেপি এবং আরএসএস ভেবেছিল যে তল্লাশি ও বাজেয়াপ্ত করে তারা বেঙ্গালুরুতে চলমান বিরোধী সমাবেশে আঘাত হানতে পারে, কিন্তু আমাদের নেতা এমকে স্ট্যালিন বলেছেন যে ইডি এবং রাজ্যপাল আর এন রবি উভয়ই রাজ্যে ডিএমকে-র পক্ষে প্রচার চালাচ্ছেন, দয়া করে তাদের যা করছেন তা চালিয়ে যেতে দিন। এটা ২০২৪ সালের নির্বাচনে আমাদের জন্য খুব সহায়ক হবে। ইডির মতো প্রতিষ্ঠানকে ব্যবহার করে তারা (বিজেপি) যত বেশি বিরোধীদের আক্রমণ করার চেষ্টা করবে, বিরোধী দলগুলোর সংকল্প ততই উচ্চতর হবে। ২০২৪ সালে বিজেপিকে উৎখাত করা হবে।"