/anm-bengali/media/media_files/SnMjyYVP6uDRGdPKLjhl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সেনাবাহিনীর জমি কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় চেয়েছিলেন আইএএস অফিসার ও রাঁচির প্রাক্তন ডেপুটি কমিশনার ছবি রঞ্জন। এবার সেই আবেদন খারিজ করে দিল ইডি। সূত্রে খবর, ইডি তাঁকে আজ বিকেল ৪টেয় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। রাঁচির জমি কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য ইডি কয়েকদিন আগে তাকে সমন জারি করেছিল। সার্কেল ইন্সপেক্টর-সহ সাতজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং ইডি তাদের জিজ্ঞাসাবাদ করছে। রাঁচির ডেপুটি কমিশনার থাকাকালীন ভুয়ো মালিক ও কাগজপত্র তৈরি করে ভারতীয় সেনাবাহিনীর দখলে থাকা জমিসহ বিপুল পরিমাণ জমি কীভাবে হস্তান্তর করা হয়েছিল, তা নিয়ে রঞ্জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
Jharkhand: ED rejects IAS officer Chhavi Ranjan’s plea to grant him two weeks' time to appear before the agency in an alleged land scam case and asks to appear for questioning today itself.
— ANI (@ANI) April 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us