নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে বড় অ্যাকশন নিল ED ! বাজেয়াপ্ত করা হল ৬৭ কোটি টাকার সম্পত্তি

কেন বড় অ্যাকশন নিল ED ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে বড় অ্যাকশন নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মূলত বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) এবং তাদের সহযোগী সংস্থাগুলির বিরুদ্ধে এই  কঠোর পদক্ষেপ নিল ইডি (ED)। আজ পিএফআই (PFI)-এর সঙ্গে সম্পর্কিত ৮টি স্থাবর সম্পত্তি (immovable properties) বাজেয়াপ্ত করেছে ইডি (ED) যার মোট মূল্য প্রায় ৬৭.০৩ কোটি টাকা। ইডি এক বিবৃতিতে জানিয়েছে, বাজেয়াপ্ত করা এই সম্পত্তিগুলির মালিকানা ও নিয়ন্ত্রণ কার্যত পিএফআই (PFI)-এর হাতেই ছিল।

enforcement ed.jpg

ইডি (ED)-এর অভিযোগ, পিএফআই (PFI) তাদের বেআইনি কার্যকলাপ এবং চরমপন্থী কার্যক্রমকে অর্থায়ন করার জন্য এই সম্পত্তিগুলি ব্যবহার করত। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA)-এর অধীনে এই সংগঠনটিকে নিষিদ্ধ করার পরও ইডি তাদের আর্থিক জালিয়াতির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে। এই বাজেয়াপ্তকরণের মধ্য দিয়ে পিএফআই (PFI)-এর আর্থিক বুনিয়াদ এবং কার্যকলাপকে দুর্বল করার চেষ্টা করছে কেন্দ্রীয় সংস্থা ইডি (ED)।