বিআরএস এমএলসি কে কবিতার বাসভবনে ইডির অভিযান! বিরাট প্রতিবাদ

ইডির নজরে বিআরএস এমএলসি কে কবিতা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্ক

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ বিআরএস এমএলসি কে কবিতার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি।

বিআরএস এমএলসি কে কবিতার বাড়িতে ইডি তল্লাশি সম্পর্কে অ্যাডভোকেট ভরত কুমার বলেছেন, "এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের এখানে (কে কবিতার) কী আছে তা আমরা জানি না। আমরা যখন অফিসারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তখন তাদের সহকারীরা আমাদের জানায় যে তারা তল্লাশি চালাচ্ছে এবং তাও উপযুক্ত আদালতের আদেশে। আমরা আশা করি এবং বিশ্বাস করি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনও পদক্ষেপের বিরোধিতা করবে না।"

ক্ল

সূত্রে খবর, দলের এমএলসি কে কবিতার বাসভবনে ইডি অভিযানের প্রতিবাদে বিআরএস কর্মীরা বিক্ষোভ দেখান।

Add 1

cityaddnew

স

স