New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতি ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার অর্থাৎ আজ উত্তরপ্রদেশ, দিল্লি ও মহারাষ্ট্রের ১৩ টি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
/anm-bengali/media/media_files/tCbJD2uUl5TRaIq3l7ng.jpg)
সূত্রে খবর, লখনউয়ে প্রজাপতির বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
প্রসঙ্গত, ২০২১ সালে ইডির দায়ের করা অর্থ পাচারের মামলাটি প্রজাপতি এবং তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবৈধ বালি উত্তোলন এবং অনুপাতহীন সম্পত্তি রাখার অভিযোগে উত্তরপ্রদেশ ভিজিল্যান্স বিভাগের এফআইআর থেকে উদ্ভূত।
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us