BREAKING: ২৪ ঘণ্টায় কোনও দাবি বা আপত্তি জমা করেনি বিরোধীরা ! বড় তথ্য সামনে আনলো নির্বাচন কমিশন

কি জানালো নির্বাচন কমিশন।

author-image
Debjit Biswas
New Update
Eci

নিজস্ব সংবাদদাতা : দেশের নির্বাচকদের নাম সংযোজন বা বিয়োজন সংক্রান্ত প্রক্রিয়ায় গত ২৪ ঘণ্টায় কোনও রাজনৈতিক দলই কোনও দাবি বা আপত্তি জমা দেয়নি বলে জানাল ভারতের নির্বাচন কমিশন (ECI)। গতকাল, ১ আগস্ট, দুপুর ৩টা থেকে আজ, ২ আগস্ট, দুপুর ৩টা পর্যন্ত এই সময়ের মধ্যে দেশের সমস্ত রাজনৈতিক দল সম্মিলিতভাবে যোগ্য ভোটারের নাম অন্তর্ভুক্ত করা বা অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার জন্য কোনও আবেদন বা আপত্তি জানায়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটি বর্তমানে চলছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে, যোগ্য ভোটারদের নাম তালিকায় যোগ করার এবং অযোগ্যদের নাম বাদ দেওয়ার সুযোগ দেওয়া হয়। সাধারণত, এই সময়কালে রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন দাবি ও আপত্তি জমা দেয়।

fake voter cards