নব-নির্বাচিত বিধায়কদের তালিকা নিয়ে রাজভবনে পৌঁছালো নির্বাচন কমিশনের টিম ! কি চলছে বিহারে ?

কেন এই পদক্ষেপ ?

author-image
Debjit Biswas
New Update
biha nitishs.jpg

নিজস্ব সংবাদদাতা : বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর ফলাফল চূড়ান্ত হওয়ার পর এক গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় প্রধান নির্বাচন আধিকারিকের (Chief Electoral Officer - CEO) নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি দল আজ রাজভবনে পৌঁছেছে।

Eci

নির্বাচন কমিশনের দলটি রাজ্যপালকে সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল সংক্রান্ত নথি এবং নব-নির্বাচিত ২৪৩ জন বিধায়কের (newly elected MLAs) চূড়ান্ত তালিকা হস্তান্তর করবে। রাজ্যপাল এরপর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার জন্য এনডিএ (NDA) জোটের নেতাকে (সম্ভাব্য মুখ্যমন্ত্রী) আমন্ত্রণ জানাবেন।