ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে ৯৫%-এর বেশি ফর্ম ! SIR নিয়ে এক বড় আপডেট দিল নির্বাচন কমিশন

কি বড় আপডেট দিল নির্বাচন কমিশন ?

author-image
Debjit Biswas
New Update
voter cards s

নিজস্ব সংবাদদাতা : এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে এবার এক বড় আপডেট দিল ভারতের নির্বাচন কমিশন (ECI)। আজ নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে ভারতের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটারদের কাছে ইতিমধ্যেই ৯৫ শতাংশের বেশি SIR শুমারি ফর্ম (Enumeration Forms - EF) বিতরণ করা হয়েছে।

voter list application

দ্বিতীয় ধাপের এই শুমারি বা গণনা পর্ব গত ৪ নভেম্বর, ২০২৫ থেকে শুরু হয়েছে এবং চলবে ৪ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত।