/anm-bengali/media/media_files/2025/02/18/5S1KIimRtChw9RqAVeXv.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিহারের ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল সংসদ ও দেশের রাজনৈতিক অঙ্গন। আর এবার এই বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিল ভারতের নির্বাচন কমিশন (ECI)। এই হলফনামায় নির্বাচন কমিশন জানিয়েছে সেই ৬৫ লক্ষ ভোটারের সম্পূর্ণ বিবরণ এবং নাম বাদ পড়ার কারণ,যাদের নাম ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। রাজ্যের ৩৮টি জেলার নির্বাচনী কর্মকর্তার ওয়েবসাইটে সেই তথ্যও প্রকাশ করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/9YlGMHZE5ssW1tGp3LSa.jpg)
নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে, এই তালিকায় নাম বাদ পড়ার প্রধান কারণগুলির মধ্যে মূল কিছু কারণ হল, ভোটারের মৃত্যু, ঠিকানা পরিবর্তন বা একই ভোটারের একাধিকবার নাম থাকা। উল্লেখ্য,গত ১ আগস্ট প্রকাশিত হওয়া খসড়া ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় বিরোধীরা তীব্র প্রতিবাদ জানিয়েছিল এবং এ নিয়ে আদালতে মামলাও করা হয়েছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us