New Update
/anm-bengali/media/media_files/2025/02/18/5S1KIimRtChw9RqAVeXv.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তাদের (CEO) নিয়ে দিল্লিতে একটি বড় বৈঠকের ডাক দিল ভারতের নির্বাচন কমিশন (ECI)। আগামী ১০ই সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বিশেষ বৈঠকটি। এই বৈঠকে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR)-কে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। সূত্রের খবর,এই বৈঠকটি মূলত বিহারের মতো অন্যান্য রাজ্যগুলিতেও ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি এবং পদ্ধতি নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/04/FVJApmMiAvfWj78RmLo7.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us