পূর্ব থেকে পশ্চিম ভাসবে এবার, তৈরি থাকুন

পশ্চিম উপকূলে 'রেড' সতর্কতা জারি করা হয়েছে৷

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
heavy rainfall2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে চলছে ভারী বৃষ্টি। দেশের বর্তমান বর্ষা পরিস্থিতি সম্পর্কে, আইএমডি বিজ্ঞানী সোমা সেন তাই এদিন বলেন, “আজ এবং আগামীকাল গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, উপকূলীয় কর্ণাটকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে৷ পরবর্তী সমগ্র পশ্চিম উপকূলে 'রেড' সতর্কতা জারি করা হয়েছে৷ ৪ দিনের জন্য মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, দক্ষিণ ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে”।

e429ots8_kerala-rains_625x300_30_May_24.webp

Adddd