New Update
/anm-bengali/media/media_files/DeTtKfurWPdwOcXxF4sx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভূমিকম্পের জেরে ফের একবার কেঁপে (Earthquake)উঠল ভারতের মাটি। জানা গিয়েছে, আজ শুক্রবার অসমের তেজপুর থেকে ৩৯ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্প হয়েছে। এই বিষয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, কম্পনের এই মাত্রা ছিল ৩.৭। সকাল ১০টা ৫ মিনিটে আসামে ভূমিকম্পটি আঘাত হানে। অন্যদিকে সকাল ১০টা ২৩ মিনিটে লাদাখে কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল লাদাখের মাটির ১০ কিলোমিটার ভেতরে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৩.৯।
An earthquake of magnitude 3.7 strikes 39km west of Tezpur, Assam: National Center for Seismology pic.twitter.com/GVd3inOr8m
— ANI (@ANI) June 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us