সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে, পাকিস্তানকে বিশেষ শর্ত দিয়ে দিলেন বিদেশমন্ত্রী!

কি দাবি করলেন মন্ত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
indus waterindus water

নিজস্ব সংবাদদাতা: বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবার পাকিস্তানকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিলেন। তিনি বলেন, "সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে এবং পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসবাদ বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে বন্ধ না হওয়া পর্যন্ত এটি স্থগিত থাকবে... কাশ্মীর নিয়ে আলোচনার একমাত্র বিষয় হল পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবৈধভাবে দখলকৃত ভারতীয় ভূখণ্ড খালি করা; আমরা সেই আলোচনার জন্য উন্মুক্ত"।

S JAISHANKAR.jpg