চিনের চোখ রাঙানি, 'ভারত চুপ করে বসে থাকবে না', স্পষ্ট বার্তা জয়শঙ্করের

ফের শিরোনামে এস জয়শঙ্কর। চমকে গেল ভারত ও চিন।

author-image
SWETA MITRA
New Update
s jai.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারত চিন সম্পর্ক ইস্যুতে ফের একবার নতুন করে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ভারত ও চিন সম্পর্ক নিয়ে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (Dr S Jaishankar) বলেন, "আমি আমার চিনা প্রতিপক্ষকে ব্যাখ্যা করেছি যে তাঁরা যদি সীমান্তে কোনও সমাধান খুঁজে না পায়, যদি দুই দেশের বাহিনী মুখোমুখি হয়ে যায় এবং উত্তেজনা বজায় থাকে তাহলে আশা করা উচিৎ নয় যে সম্পর্ক স্বাভাবিক থাকবে। এটা অসম্ভব।“