কেমন চলছে দ্বারকাধিশ মন্দিরের পুজো প্রস্তুতি?

সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত মঙ্গল দর্শন করা হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1649075905366239894

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেবভূমি দ্বারকায় জন্মাষ্টমীর জন্য দ্বারকাধিশ মন্দিরে বিশেষ প্রস্তুতি চলছে  পূজার্চনার। এই সম্পর্কে পুরোহিত দীপকভাই ঠাকুর এদিন বলেন, "সকাল ৬টায় মঙ্গল আরতি করা হবে। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত মঙ্গল দর্শন করা হবে। সকল ভক্ত সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত অভিষেক পুজো দেখতে পারবেন। দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত, ঈশ্বরের দরজা বন্ধ করে দেওয়া হবে যাতে তিনি বিশ্রাম নিতে পারেন। রাত ঠিক ১২টায়, মহা আরতি করা হবে"।

1908801752-krishna-janmashtami-2022-live-streaming-from-mathura-vrindavan