‘৩০ লক্ষ সরকারি চাকরি… বছরে ১ লক্ষ টাকা’! বিরাট ঘোষণা রাহুল গান্ধীর

দেশের যুবকদের ৩০ লক্ষ সরকারি চাকরি দেবে কংগ্রেস। বিরাট খবর জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

author-image
Probha Rani Das
New Update
rahul gandhi uu1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃপাঞ্জাবের নওয়ানশহরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন,আমরা ৩০ লক্ষ সরকারি চাকরি দেব প্রথম চাকরি নিশ্চিতএই চাকরি যুবকদের অধিকার হবে এবং কেউ যদি তার অধিকার চায় তবে সরকারকে দিতে হবে।

rahul 1.png

সরকারকে মাসে ৮,৫০০ টাকা এবং বছরের জন্য ১ লক্ষ টাকা দিতে হবে। আদানি-আম্বানিরা টাকা পেলে বলা হয় উন্নয়ন হয়, কিন্তু গরিব মানুষ টাকা পেলে বলা হয় তাদের অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে।” 

Add 1