New Update
/anm-bengali/media/media_files/bU92W7stcJ7uTnssu7yr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার খারাপ আবহাওয়া সকলের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াল। বিশেষ করে বিমান সংস্থাগুলির। সূত্রের খবর, আবহাওয়ার পরিস্থিতির (Weather Conditions) কারণে গতকাল সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে দিল্লি বিমানবন্দর থেকে জয়পুর, লখনউ ও আহমেদাবাদের জন্য মোট ১৩টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এদিকে এহেন ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার ঘটেছে। বর্তমানে কী পরিস্থিতি সেই নিয়ে এখনও অবধি কিছু জানা যায়নি।
Total 13 flights were diverted from the Delhi airport to Jaipur, Lucknow, and Ahmedabad between 7 pm to 11 pm yesterday due to weather conditions: Airlines Sources
— ANI (@ANI) October 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us