ব্যাপক দুর্যোগ! ভেঙে পড়ল ব্রিজ

আসামে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির অবনতি ঘটছে। রাজ্যের লক্ষ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই নিজেদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন।

author-image
SWETA MITRA
New Update
bridgee.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ব্যাপক বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছে আসামবাসীর। এবার কিনা প্রবল বর্ষণের কারণে ভেঙে পড়ল ব্রিজ (Bridge Collapsed)। জানা গিয়েছে, আজ শুক্রবার আসামের (Assam) তামুলপুরেরকুমারিকাটাএলাকায়বন্যাভারীবৃষ্টিপাতেরকারণেএকটিসেতুভেসেগেছে। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 assam.jpg

আসামেরবন্যাপরিস্থিতিক্রমেইভয়াবহআকারধারণকরেছে।রাজ্যেঅবিরামবৃষ্টিপাতেরকারণেঅনেকএলাকাপুরোপুরিপ্লাবিতহয়েছে।যারফলেপ্রায়লাখমানুষক্ষতির সম্মুখীন হয়েছেন।আসামেরপ্রায়১২টিজেলাবন্যার জেরে ক্ষতির সম্মুখীনহয়েছেবলেজানাগেছে।গতদু'দিনেপরিস্থিতিআরওখারাপহয়েছে, যারফলে১৪হাজারেরওবেশিমানুষতাদেরবাড়িঘরছেড়েত্রাণশিবিরেআশ্রয়নিচ্ছেন।ছাড়াবন্যায়প্রথমমৃত্যুরঘটনাঘটেছেতামুলপুরজেলায়।