/anm-bengali/media/media_files/5VMbK1ISJITZtXImH2XB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ব্যাপক বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছে আসামবাসীর। এবার কিনা প্রবল বর্ষণের কারণে ভেঙে পড়ল ব্রিজ (Bridge Collapsed)। জানা গিয়েছে, আজ শুক্রবার আসামের (Assam) তামুলপুরেরকুমারিকাটাএলাকায়বন্যাওভারীবৃষ্টিপাতেরকারণেএকটিসেতুভেসেগেছে। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
/anm-bengali/media/media_files/3JHrbT7GGwrGNdQXKcNL.jpg)
আসামেরবন্যাপরিস্থিতিক্রমেইভয়াবহআকারধারণকরেছে।রাজ্যেঅবিরামবৃষ্টিপাতেরকারণেঅনেকএলাকাপুরোপুরিপ্লাবিতহয়েছে।যারফলেপ্রায়৫লাখমানুষক্ষতির সম্মুখীন হয়েছেন।আসামেরপ্রায়১২টিজেলাবন্যার জেরে ক্ষতির সম্মুখীনহয়েছেবলেজানাগেছে।গতদু'দিনেপরিস্থিতিআরওখারাপহয়েছে, যারফলে১৪হাজারেরওবেশিমানুষতাদেরবাড়িঘরছেড়েত্রাণশিবিরেআশ্রয়নিচ্ছেন।এছাড়াবন্যায়প্রথমমৃত্যুরঘটনাঘটেছেতামুলপুরজেলায়।
#WATCH | Assam: Due to flood and heavy rainfall, a bridge was washed away in Tamulpur's Kumarikata area pic.twitter.com/C2PPucF61C
— ANI (@ANI) June 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us