Cyclone: অন্ধকারে ডুবে গিয়েছে হাজার হাজার গ্রাম, হচ্ছে বৃষ্টি

ঘূর্ণিঝড় "বিপর্যয়", এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বৃহস্পতিবার গুজরাটের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পরে বিপর্যয় 'খুব গুরুতর' থেকে 'গুরুতর' বিভাগে নেমে এসেছে।

author-image
SWETA MITRA
New Update
guj village.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy) গতকাল বৃহস্পতিবার সন্ধেবেলাতেই আছড়ে পড়ে গুজরাট উপকূলে। এদিকে এহেন সাইক্লোনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জেলা। রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে অবশেষে মন্তব্য করলেন কচ্ছ জেলার কালেক্টর অমিত আরোরা। তিনি জানিয়েছেন, ‘বেশকয়েকটিজায়গায়প্রবলহাওয়ারকারণেসতর্কতামূলকব্যবস্থাহিসেবেবিদ্যুৎসংযোগবিচ্ছিন্নকরাহয়েছে।ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সার্ভেচলছেএবংএই সার্ভে শেষ হওয়ারপরেইসঠিকপরিসংখ্যানসকলের সামনে উঠে আসবে।ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাতহানারপর বহু বৈদ্যুতিকখুঁটিট্রান্সফরমার ক্ষতিগ্রস্তহয়েছে।অনেকগাছউপড়েপড়েছে।এতেহতাহতেরকোনোখবরপাওয়াযায়নি।আমরাযতদ্রুতসম্ভবপরিস্থিতিস্বাভাবিককরারচেষ্টাকরব।দুটিমহাসড়কবন্ধরয়েছে।‘  অন্যদিকে এনডিআরএফ (NDRF)-এর ডিজি অতুল কারওয়াল জানিয়েছেন, ‘এই ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মারা যান দু'জন। ল্যান্ডফলের পর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মারা গেছে ২৪টি প্রাণীও। আহত হয়েছেন ২৩ জন। প্রায় এক হাজার গ্রামে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। ৮০০ টি গাছ উপড়ে পড়েছে। রাজকোট ছাড়া অন্য কোথাও ভারী বৃষ্টি হচ্ছে না।‘