খারাপ আবহাওয়ার জের, ফিরে এল একের পর এক বিমান, বিপাকে যাত্রীরা

বড়সড় তথ্য দিয়ে সকলকে চমকে দিল ভিস্তারা বিমান সংস্থা।

author-image
SWETA MITRA
New Update
fogh weather.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সোমবারসকালথেকেঘনকুয়াশায়দিল্লিঢেকেগেছে, দৃশ্যমানতাশূন্যেরকোঠায়নেমেএসেছে।   বিমানবন্দর থেকেআসা-যাওয়ারবেশকয়েকটিফ্লাইটব্যাহতহয়েছে। এদিকে বড়সড় তথ্য দিয়েছে ভিস্তারা (Vistara) বিমান সংস্থা। বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদগামী ফ্লাইট ইউকে৮৯৭ (বিএলআর-এইচওয়াইডি) হায়দ্রাবাদ বিমানবন্দরে খারাপ আবহাওয়ার কারণে ব্যাঙ্গালোরে (বিএলআর) ফিরে এসেছে। এদিকে মুম্বাই থেকে হায়দ্রাবাদগামী ফ্লাইট ইউকে ৮৭৩ হায়দ্রাবাদ বিমানবন্দরে খারাপ আবহাওয়ার কারণে মুম্বাইয়ে ফিরে এসেছে।