ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত বিমান ও ট্রেন চলাচল, মাথায় হাত সকলের

সাধারণ মানুষের হয়রানির শেষ নেই।

author-image
SWETA MITRA
New Update
fog flights.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হাড় কাঁপানো ঠাণ্ডা (Cold) ও কুয়াশার দাপটে জেরবার বহু রাজ্য। এদিকে ঘন কুয়াশার (Fog) কারণে ট্রেন থেকে শুরু করে বহু বিমান হয় দেরীতে চলছে নয়তো বাতিল করে দেওয়া হয়েছে। যে কারণে বেজায় বিপাকে পড়েছেন বহু সাধারণ মানুষ। এক বিমান যাত্রী বলছেন, ‘খারাপ আবহাওয়ার কারণে একের পর এক ফ্লাইট বিলম্বিত হয়েছে। গতকাল আমার স্পাইস জেটের একটি ফ্লাইট ছিল, তবে সেই ফ্লাইটটি বাতিল করে দেওয়া হয় এবং তারপরে স্পাইসজেট আমাকে একটি ফ্লাইট দিয়েছিল যা গুয়াহাটিতে পৌঁছেছিল। যেহেতু আবহাওয়ার কারণে দিল্লিতে দৃশ্যমানতা ছিল না... এরপর বিমানটি ১ ঘণ্টা উড্ডয়নের পর দিল্লির উদ্দেশ্যে রওনা হয় এবং পরে তা গুয়াহাটিতে ফিরিয়ে আনা হয়। আমি আরেকটি ইন্ডিগো বিমানে উঠলাম এবং আজ সকালে এসে পৌঁছেছি।‘