New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতার ডিজিটাল গ্রেফতারি মামলায় এবার দুবাই কানেকশন। ডিজিটাল গ্রেফতারির ফাঁদে ফেলে কোটি কোটি টাকা আদায়। কলকাতা থেকে সিম কার্ড ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে দুবাই পাঠানো হতো, দাবি করছে ইডি। আজ কলকাতা ছাড়াও দিল্লির ৯টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। আরো ১টি জায়গাতেও চলছে তল্লাশি। ডিজিটাল গ্রেফতারির টাকা ঘুরপথে লেনদেনের জন্য ৫০-৬০টি মিউল অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এখন পর্যন্ত ১৮৭১ কোটি টাকার সাইবার প্রতারণার হদিশ মিলেছে।
/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us