ড্রোন হামলায় হুলিয়াইপোলে উদ্ধারকারী বাহিনীর উপর হামলা

জানালো স্টেট ইমারজেন্সি সার্ভিস।

author-image
Aniket
New Update
GxcXuC_WYAAEhe6

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াইপোলে রুশ বাহিনী একটি ড্রোন হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে স্টেট ইমারজেন্সি সার্ভিস। এই হামলায় উদ্ধারকাজে নিযুক্ত একটি ফায়ার-রেসকিউ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানানো হয়েছে।

ঘটনার সময় উদ্ধারকর্মীরা একটি আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত ছিলেন। সেখানেই তাদের লক্ষ্য করে ড্রোন থেকে হামলা চালানো হয়। বিস্ফোরণে রেসকিউ ভ্যানটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, কর্মীরা নিরাপদে সরে যেতে সক্ষম হন।

ইউক্রেনের স্টেট ইমারজেন্সি সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিধ্বস্ত এলাকায় তারা মানবিক সহায়তার কাজ করে চলেছেন, এবং তাদের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সামিল। তারা বলেন, “আমরা যুদ্ধ করতে যাই না, জীবন রক্ষা করতে যাই — আমাদের টার্গেট করা নিছক অমানবিক।”

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ড্রোন হামলা বেড়েছে। বেসামরিক এলাকা ও মানবিক সেবা সংস্থাগুলিকে লক্ষ্য করে এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়াচ্ছে। হুলিয়াইপোলের এই হামলা সেই ধারাবাহিকতার আরেকটি দৃষ্টান্ত। ইউক্রেন সরকার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।